সাগর হোসেন ফিরোজ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার থেকে। হরিপুর উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায় এই বার ঠাকুরগাঁওয়ের হরিপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা মোট ২ হাজার ৪৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৬৯২ জন, জেডিসি পরীক্ষায় ১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৪৫৬ জন।
এছাড়া এই বছর একই দিনে অনুষ্ঠিতব্য এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) পরীক্ষার ১টি কেন্দ্রে অংশ নেবে ৩৩৪ জন পরীক্ষার্থী।
উপজেলা নিবার্হী অফিসার এম.জে আরিফ বেগ বলেন, সুষ্ঠভাবে পরীক্ষা নেওয়ার জন্য সবধরনের পদক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
Leave a Reply