সিলেট- সিলেটে হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনা। শনিবার বেলা ১১টা ২৭ মিনিটে শাহজালালের মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
মাজার জিয়ারত শেষে ১১টা ৪৮ মিনিটে তিনি হজরত শাহপরান রহ. এর মাজার জিয়ারত করতে রওনা দেন। এসময় গাজী বুরহান উদ্দিন (র.)মাজারও জিয়ারত করবেন বঙ্গবন্ধু কন্যা।
এর আগে সকাল ১০টা ৫৩ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তার আগে শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
দলীয় সূত্র জানায়, মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।
দলীয় সভাপতির সিলেট সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভোটের মাঠে পুরো সিলেট বিভাগের আওয়ামী লীগ প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply