সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের তীর্যক বক্তব্যে সিনিয়র শিক্ষিকা গুরুতর অসুস্থত

হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের তীর্যক বক্তব্যে সিনিয়র শিক্ষিকা গুরুতর অসুস্থত

হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের তীর্যক বক্তব্যে সিনিয়র শিক্ষিকা গুরুতর অসুস্থত
হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের তীর্যক বক্তব্যে সিনিয়র শিক্ষিকা গুরুতর অসুস্থত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের  স্টাফ মিটিং-এ প্রধান শিক্ষকের তীর্যক বক্তেব্যে অসুস্থ্য হয়ে পড়েছেন সিনিয়র শিক্ষিকা তাহমিনা আক্তার। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, গত ১৩ ফেব্র“য়ারী বুধবার হবিগঞ্জ স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। এতে অজ্ঞাত কারনে অংশগ্রহন করেননি বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা চৌধুরী। পরের দিন বিদ্যালয়ে এসে তিনি বনভোজন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এতে অন্যান্য শিক্ষকরা মানসিক ভাবে আঘাত প্রাপ্ত হন এবং তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহিরকে অবগত করা হলে তিনি নিস্পত্তির জন্য প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির উপর দায়িত্ব অর্পন করেন। পরবর্তিতে প্রধান শিক্ষক গত ১৮ ফেব্র“য়ারী সোমবার এ বিষয়ে স্টাফ মিটিং আহ্বান করেন। মিটিং চলাকালিন শিক্ষক প্রতিনিধি হিসেবে তাহমিনা বেগম বক্তব্য দেয়ার পর প্রধান শিক্ষক রাধিকা রঞ্জণ দাস ও অপর দুই শিক্ষক তীর্যক ভাষায় তাকে আঘাত করেন। এতে তিনি মানসিক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে তাৎক্ষনিক অসুস্থ্য হয়ে পড়েন। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, শিক্ষিকা সাবিনা চৌধুরী প্রধান শিক্ষকের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। যে কারনে বিদ্যালয়ের বিভিন্ন কাজে তিনি বিশেষ প্রভাব খাটিয়ে থাকেন। মূলত বিষয়টি ধামাচাপা দিয়ে সাবিনা চৌধুরীকে বাচানোর জন্যই ওই দিন তাহমিনা আক্তার-এর উপর চটে যান প্রধান শিক্ষক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com