সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ পৌরসভার প্রাক বাজেট মতবিনিময় সভা

হবিগঞ্জ পৌরসভার প্রাক বাজেট মতবিনিময় সভা

হবিগঞ্জ পৌরসভার প্রাক বাজেট মতবিনিময় সভা
হবিগঞ্জ পৌরসভার প্রাক বাজেট মতবিনিময় সভা

লোকালয় ডেস্কঃ বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরভবনের সভাকক্ষে হবিগঞ্জ পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষে এ প্রাক-বাজেট মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। মতবিনিময় সভায় হবিগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পৌরসভার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে বাজেটে গুরুত্ব সহকারে অর্থ বরাদ্দের মতামত ব্যক্ত করেন। দুঃস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্ব যার রয়েছেন তাদের পৌরসভার পক্ষ হতে সহযোগিতার প্রস্তাব রাখা হয়। এছাড়াও মা দিবস পালন, বাংলা সাহিত্যের বরেণ্য সাহিত্যিকদের জন্ম দিবস পালন ইত্যাদির পরামর্শও ব্যক্ত করা হয়। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন পৌরসভার আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করে। বিগত দিনগুলোতে যেমন আপনারা পৌরসভার সকল অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহ যুগিয়েছেন আশা করি ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে আমরা পৌরবাসীর সমর্থন ও সহযোগিতায় কাজ করে যাচ্ছি। হবিগঞ্জের সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করতে কিবরিয়া পৌরমিলনায়তন ও এম সাইফুর রহমান টাউন হলের সংস্কার করা হবে। মা দিবস পালন, বাংলা সাহিত্যের বরেণ্য সাহিত্যিকদের জন্ম দিবস পালনে বাজেটে বরাদ্দ রাখা হবে। সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পিয়ারা বেগম, অর্পনা পাল, গৌতম কুমার রায় ও মোঃ আলমগীর। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, জাহান আরা আফছর, আলাউদ্দিন আহমেদ, সিদ্ধার্থ বিশ্বাস, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, শাহ আলম চৌধুরী মিন্টু, বিজন বিহারী দাস, মোঃ মোজাম্মেল হক, পিন্টু দেব, অপু চৌধুরী, মোঃ ইয়াছিন খান, এম এ ওয়াহিদ, স্বরবিন্দু দাশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com