লোকালয় ডেস্কঃ সিলেট অঞ্চলে বেড়েই চলেছে করোনা রোগী সংখ্যা। বিভাগের চার জেলায় প্রতিদিনই নতুন নতুন সংক্রামণ দেখা দিচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তবে গত দুইদিন ধরে বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে হবিগঞ্জ ও সুৃনামগঞ্জ জেলায়। হবিগঞ্জে এ পর্যন্ত ৪শ’ ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা, আর সুনামগঞ্জে দ্বিগুণ।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান- জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১৩ জন। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় (শায়েস্তাগঞ্জসহ) ১২৬ জন, চুনারুঘাট উপজেলায় ৮৫ জন, মাধবপুরে ৫৯ জন, নবীগঞ্জে ৩৭ জন, লাখাই উপজেলায় ৩১ জন, বাহুবলে ২৮ জন, আজমিরীগঞ্জে ২২ জন এবং বানিয়াচং উপজেলায় ২১ জন।
তথ্য অনুযায়ি হবিগঞ্জে করোনা সংক্রামণের হার ৮.০৭ শতাংশ। অর্থাৎ ১০০টি নমুনার মধ্যে করোনা পজেটিভ আসে ৮ জনের উপরে।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৬ জন এবং মৃত্যুবরণ করেছেন এক শিশু ও এক স্বাস্থ্যকর্মীসহ ৫ জন।
সুনামগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হবিগঞ্জের চেয়ে ডাবল। এ জেলায় ৮শ’ ছাড়িয়েছে করোনা রোগী। সুনামগঞ্জে বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৬ জন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন জানান- এ নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৯২ জন।
Leave a Reply