নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় হবিগঞ্জে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান।
তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জে ইতোমধ্যে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা হবিগঞ্জের ৪টি সংসদীয় আসন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে।’
নির্বাচনে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে এর সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
Leave a Reply