মোঃ নূরুল হক কবির: দৈনিক যায়যায়দিনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সহ সভাপতি মোঃ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও যায়যায়দিন হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নূরুল হক কবিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, হারুনুর রশিদ চৌধুরী ও মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ ও নুরুল আমীন ওসমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক সহ সভাপতি আব্দুল বারী লস্কর, যমুনা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাকীল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, জেকেএন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, আলী ইদ্রিস হাইস্কুলের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব লায়ন মোঃ লিটন মিয়া, জেলা তাতীলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সভাপতি আবু নাসের চৌধুরী সাজু, মাহবুব সাদিক উজ্জ্বল, হবিগঞ্জের বাণীর সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক বাংলাদেশের খবরের ফয়সল চৌধুরী, দৈনিক খোয়াই’র বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, দৈনিক এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বাংলানিউজের জেলা প্রতিনিধি বদরুল আলম, প্রিয় ডটকমের জেলা প্রতিনিধি এম সজলু, সিলেট ভয়েজের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সমাজের কল্যাণে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে যায়যায়দিন। হবিগঞ্জেও এই পত্রিকাটির রয়েছে ব্যাপক সুনাম। এ সময় প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ যায়যায়দিন পরিবারের মঙ্গল কামনা করেন। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply