নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে আজ যোগদান করছেন মোঃ কামরুল হাসান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক হিসেবে তিনি দায়িত্বভার গ্রহন করবেন। জেলা প্রশাসনের একটি বিশ্বস্থসূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এর পুর্বে তিনি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ যোগদানের মধ্য দিয়ে তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের স্থালাভিষিক্ত হবেন।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে বদলিত জনিত এ সংক্রান্ত একটি আদেশে জারি করা হয়। আদেশে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয় মোঃ কামরুল হাসানকে।
হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব চালিয়ে আসা উপ-সচিব মাহমুদুল কবির মুরাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
Leave a Reply