নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় অনিকা দাস (৩০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে সুরত দাসের স্ত্রী।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে অনিকা তাদের ভাড়াটিয়া বাসায় বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে অনিকা মারা যায়।
সদর থানার এসআই খান আতাউর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।
তিনি জানান, অনিতা সুনামগঞ্জ জেলার দিরাই চানপুর গ্রামের বাসিন্দা ও তার স্বামী শাল্লা এলাকার বাসিন্দা। তারা তাদের দুই সন্তান নিয়ে হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর কারণ জানা যাবে।
Leave a Reply