ক্রাইম ডেস্কঃ হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আশংকা জনক অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোবাবর বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে মকা ও চমকপুর গ্রামবাসির মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
এক পর্যায়ে মকা দৌলতপুর ও চমপুর গ্রামবাসির মধ্যে ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত এমদাদুল ইসলাম, আজদু মিয়া, আরিফ মিয়া, মারজান মিয়া, ময়না মিয়া, শরীফ মিয়া, ফারুক মিয়া, রবিউল ইসলাম ও রহমত আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে হাসপাতাল থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ দাঙ্গাবাজকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply