আন্তর্জাতিক ডেস্কঃ স্কুলে ছেলেদের শৌচালয় থেকে উদ্ধার হল ধর্ষণের তালিকা। সেই তালিকায় স্কুলের যেসব ছাত্রীদের ধর্ষণ করা হবে তাদের নাম উল্লেখ করা রয়েছে। ছাত্রদের এরকম অসুস্থ মানসিকতা দেখে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে পুলিশও উদ্বেগ প্রকাশ করেছে।
ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে দক্ষিণ-পশ্চিম আয়ারল্যান্ডের কর্ক শহরের ডেভিস কলেজ ম্যালো নামের একটি স্কুলে। জানা গেছে, ধর্ষণের তালিকাটি শৌচালয়ের দেওয়ালে ছবির আকারে ছিল। বেশ কিছু ছাত্রীর নামের পাশে টিকমার্ক ছিল। মানে সেই সব মেয়েদেরকে ধর্ষণ করা হবে বলেই নামের পাশে চিহ্ন দিয়ে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলের এক ছাত্র তারই এক সহপাঠীকে এই শৌচালয়ের ছবি পাঠায়। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। স্কুলের প্রিন্সিপ্যাল গোটা ঘটনাটি পুলিশকে তদন্ত করতে বলেছে। তালিকায় যেসব মেয়েদের নাম রয়েছে তারা সকলেই একই স্কুলের এবং প্রত্যেকেই কিশোরী। এই ঘটনায় স্কুলের ছাত্রীরা খুব হতাশ হয়ে পড়েছে।
Leave a Reply