লোকালয় ডেস্কঃ সুলতানশী গ্রামে সাবেক চেয়ারম্যান আমজাদ আলী ও তার সংঙ্গী সাবেক মেম্বার ফিরোজ আলীর ও কাইয়ূম ( লম্বা ) সংঙ্গে সংঘর্ষ হয় সুলতানশী গ্রামের সাধারণ জনগণের, জানা যায় শুক্রবার সকাল ৯ টার সময় ইদ্দিছ মিয়া ও তার স্ত্রী রানু বেগমের মধ্যে কথা কাটাকাটি হয় এরই সুত্র থেকে জের থেকে লম্বা কাইয়ূমের ছেলে জুয়েল মিয়া (৩০)রানু বেগমের স্বামী ইদ্দিছ মিয়াকে আক্রমন করে তখন পাশের বাড়ির মানুষ এগিয়ে আসলে তাদের উপর আক্রমন করে আমজাদ আলী, ফিরোজ আলী, সফর আলী, লম্বা কাইয়ূম, আমির উল্লা,জুয়েল জামায়াত ইসলামির সদস্য ইদ্দিছ মোল্লা,আবু ছায়েদ , পারুল সহ আরো কয়েকজন অবৈধ অস্র ও দেশীয় অস্র নিয়ে হানা দেয় সাধারণ জনগণের উপর, মূলসূত্রে জানা যায় সাবেক চেয়ারম্যান আমজাদ আলীর বিচারে ঘুষ দূর্নীতি ও মহিলা নিয়ে অনৈতিক কাজে বাধা প্রদান করে এবং যাতে সুলতানশী সাহেববাড়ী মসজিদে জামায়েত ইসলামীর মোল্লা ও চুনারুঘাট থানার ছাত্র শিবিরের সাবেক সভাপতি হারুন মিয়াকে সুলতানশী সাহেববাড়ী মসজিদে না রাখা হয় এই নিয়ে বাধা দেয় এলাকাবাসী ও সচেতন নাগরিকগণ এরই জের ধরে আমজাদ আলী ও তার ভাতিজা সাবেক মেম্বার ফিরোজ আলী ও লম্বা কাইয়ুম মিলে একটি দল তৈরী করে, আরো জানা যায় আমজাদ আলী ও তার দলের বিরুদ্বে সুলতানশী গ্রামের কেউ কিছু বললে তাকে মারার হুমকি দিয়ে তাকে তারা,আরো জানা যায় গত বৃহস্পতিবার রাতে সালাম মিয়ার দোকানে আমজাদ আলী ও তার দল মিলে মিটিং করে সিদ্ধান্ত নেয় যে তাদের বিরুদ্ধে যে কথা বলবে তাকেই তারা আক্রমন করবে,,,,এরই জের ধরে স্বামী স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে শুরু হয় দুইপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ তাদের মধ্যে আহত হয় আটকানোর সময় গুরুতর আহত হন জিগর চান (৫৫)আর আহত বর্তমান মেম্বার হাজী ফুল মিয়া সাহেব, ডেঙ্গা হাটির মুরুব্বী হাছন আলী (৪০)বিশিষ্ট সমাজ সেবক ফজলু মিয়া (৩০) দুলাল মিয়া( ৩৫)সহ প্রায় ৫০ জনের মত দীর্ঘ একঘন্টা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সদর থানার পুলিশ, পরে বর্তমান চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান হিরু সাহেব নেতৃত্বাধীন শরীপুর গ্রামের সরদার জনাব মন্নাফ মিয়া সাহেব,কটিয়াদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব জলিল মিয়া বর্তমান মেম্বার ছাদেক মিয়া,সাবেক মেম্বার মাহমুদুর রহমান মহরম আলী সহ অারো অনেক উপস্হিত হয়ে দুইপক্ষে সাথে কথা বলে সমযোতা করার চেষ্টায় আছেন এই নিয়ে যেকোনো সময় এলাকায় বড় ধরনের ঘটনা ঘটতে পারে মনে করেন এলাকাবাসী ।
Leave a Reply