প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (অপারেশনস) লালন হওলাদার বলেন, ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারের জন্য তাদের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের পথে রওনা হয়েছে।
“আজকে পৌঁছাতে পারলে আজই উদ্ধার কাজ শুরু হবে।”
রোববার রাত ৩টার দিকে সুন্দরবনের ভেতরে হারবাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যায় ‘এমভি বিলাস’।
ওই ঘটনায় বাগেরহাটের মোংলা থানায় তিনটি সাধারণ ডায়েরি করে বনবিভাগ ও আমদানিকারক প্রতিষ্ঠান।
এছাড়া পরিবেশ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মো. এদাদুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি সোমবার ঘটনাস্থল ঘুরে দেখে পরীক্ষার জন্য সেখান থেকে পানির নমুনা সংগ্রহ করেছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে বন্দর কর্তৃক্ষ বলছে, আমদানিকারক প্রতিষ্ঠানটির তৎপরতার অভাবে গত দুই দিনেও জাহাজটি উদ্ধারের কাজ শুরু করা সম্ভব হয়নি।
বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো.ওয়ালিউল্লাহ বলেন, “ডুবে যাওয়া জাহাজটির মাস্তুল দেখা গেছে। কিন্তু আমদানিকারক কর্তৃপক্ষ উদ্ধারকারী নৌযান আনতে না পারায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।”
আগামী ১৫ দিনের মধ্যে আমদানিকারক কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করতে ব্যার্থ হলে বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানান ওয়ালিউল্লাহ।
তিনি বলেন, ‘এমভি বিলাস’ ডুবে যাওয়ার কারণে বন্দর চ্যালেনে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।
Leave a Reply