বিনোদন ডেস্ক : মুক্তি পাওয়ার পর থেকে বেশ ভাল ব্যবসা শুরু করেছেন ‘কেদারনাথ’। ইতিমধ্যেই ৫০ কোটির ব্যবসা ছাড়িয়ে বক্স অফিসে প্রথম সারির দৌড়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছে পরিচালক অভিষেক কাপুরের সিনেমা। গোটা ভারত জুড়ে ভালো ব্যবসা করলেও, উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায় মুক্তি পায়নি ‘কেদারনাথ’। ধর্মীয় স্থানে দাঁড়িয়ে দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্পর্ক কোনওভাবে দেখানো উচিত হয়নি। এই অভিযোগেই উত্তরের ওই রাজ্যের বেশ কয়েকটি জায়গায় মুক্তি পায়নি ‘কেদারনাথ’। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট সারা আলি খান। সঙ্গে তিনি মুখও খুলেছেন এ ব্যাপারে। তিনি বলেন, আমি কষ্ট পেয়েছি।
যে উত্তরাখন্ড থেকে এত কিছু পেয়েছি (শুটিংয়ের সময়ের ৪৫ দিনের কথা উল্লেখ করেন), সেখানকার কয়েকটি জায়গায় এই সিনেমা মুক্তি না পাওয়ায়, খারাপ লাগছে। কিন্তু, কী-ই বা করার আছে? তবে বিষয়টি হওয়া উচিত হয়নি। এটি একটি ছবি। এখানে আপত্তিকর কিংবা দেখানোর অযোগ্য কোন বিষয় থাকলে সেটা সেন্সরবোর্ড দেখবে। আর কেউ নয়।
Leave a Reply