স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত প্রার্থী এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সমর্থনে গণসংযোগ অব্যাহত রেখেছেন মহিলা নেত্রীরা। গতকাল দিনব্যাপী তারা হবিগঞ্জ শহর, আলাপুর, রায়ধর, দীঘলবাক, কামড়াপুর এবং গোপায়া এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা এমপি আবু জাহিরের মাধ্যমে সম্পন্ন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে ব্যাপক প্রচারণা চালান। তারা বলেন, এমপি আবু জাহিরের উন্নয়ন কাজ সারা জেলার মানুষ ভোগ করছেন। তার দুরদর্শী চিন্তার ফলশ্রুতিতে হবিগঞ্জে যে উন্নয়ন সম্পন্ন হয়েছে, অনেক এলাকায় মন্ত্রী থাকা সত্ত্বেও তা সম্ভব হয়নি। হবিগঞ্জকে একটি মডেল এলাকায় রূপান্তরিত করতে এমপি আবু জাহিরের বিকল্প নেই। এ সময় সমৃদ্ধ হবিগঞ্জ গড়ার স্বার্থে আবারো এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
গণসংযোগকালে জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আলেয়া জাহির, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, তাহেরা চৌধুরী, শাহানারা চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা জলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, রওশন আরা ভূইয়া লাকী, সাবিনা চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিন আক্তার, জেরিন মাহমুদ, আয়েশা খানম, রাহেলা বেগম, হাবিবা আক্তার, সেফা আক্তার, পারুল বেগম, রাহেনা আক্তার, লুৎফা বেগম, শাফিয়া আক্তার, ঝুমা চৌধুরীসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply