আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতিতে ঘরের মাঠে গোল খেলেও, বিদেশের মাটিতে বেশ ভালো অবস্থানেই আছে ভারতের মোদি সরকার। মালদ্বীপের পর এবার শ্রীলঙ্কাতেও চীনের মুখের গ্রাস কেড়ে নিল ভারত। দ্বীপরাষ্ট্রে প্রধানমন্ত্রী হিসেবে ফের শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। পদত্যাগ করে পিছু হটেছেন চীনপন্থী বলে পরিচিত মাহিন্দা রাজাপক্ষে। আঞ্চলিক রাজনীতির হিসাবে আরেকবার জয়ী হলো ভারত!
শ্রীলঙ্কায় প্রায় ২ মাস ধরে চলা রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের অবসান ঘটতে যাচ্ছে। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে শপথবাক্য পাঠ করার মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) রনিল বিক্রমাসিংহে। রোববার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ১১টার দিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় ২ মাস ধরে (সাত সপ্তাহেরও বেশি) চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে বলে প্রত্যাশা। বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনের বরাতে জানা গেছে।
এদিন বিক্রমাসিংহের নিজ দল ইউএনপির পক্ষ থেকে টুইটারের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ক্ষমতাচ্যুত নেতা রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। এ নিয়ে পঞ্চমবারের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিক্রমাসিংহে। এর মধ্য দিয়ে গত অক্টোবরের শেষ দিকে শুরু হওয়ার শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের অবসান ঘটতে যাচ্ছে বলে প্রত্যাশা সব মহলের। ওই সময় বেশ কয়েকটি ইস্যু নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর প্রধানমন্ত্রী বিক্রমাসিংহকে হঠাৎ করেই বরখাস্ত করেন প্রেসিডেন্ট সিরিসেনা। রোববারই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহে আবার ফিরে আসছেন বলে এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন তার দলের এক আইনপ্রণেতা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দফতরের এক কর্মকর্তা। সিরিসেনা বিক্রমাসিংহকে বরখাস্ত করে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মাহিন্দর রাজাপাকশেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেও রাজাপাকশেকে পদে ধরে রাখতে পারেননি। সিরিসেনার সিদ্ধান্ত বিরোধিতার মুখে পড়ার পর তিনি পার্লামেন্টও ভেঙে দিয়েছিলেন। গত ৯ নভেম্বর শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়ে ৫ জানুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট সিরিসেনা। তবে ১৩ ডিসেম্বর দেশটির সুপ্রিমকোর্ট প্রেসিডেন্টের ওই ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেয়। আদালতের এ রায়ের ফলে শ্রীলঙ্কার আগামী ২০২০ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুপ্রিমকোর্টের রায় ও পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাভে ব্যর্থ হওয়ার ধারাবাহিকতায় রাজাপাকশে শনিবার পদত্যাগ করেন। অপরদিকে বুধবার পার্লামেন্টে বিক্রমাসিংহের প্রধানমন্ত্রিত্বের প্রতি আনা আস্থা প্রস্তাব পাস হয়। ফলে সব মিলিয়ে প্রেসিডেন্টের এ সংক্রান্ত যাবতীয় প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। বরখাস্ত হওয়া বিক্রমাসিংহের প্রধানমন্ত্রীত্বের প্রতি আস্থা প্রস্তাব পাস হয় পার্লামেন্টে। এমন পরিস্থিতিতে বিক্রমসিংহের প্রধানমন্ত্রিত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা পরিষ্কার হয়ে যায়। রোববার বিক্রমসিংহের সাবেক সরকারের মন্ত্রিপরিষদ মুখপাত্র রাজিথা সেনারত্নে রয়টার্সকে বলেছিলেন, ‘আজ এক মঙ্গলজনক সময়ে তিনি শপথ গ্রহণ করবেন।’ প্রেসিডেন্ট দফতরের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন। গত ২৬ অক্টোবর সিরিসেনা বিক্রমাসিংহকে বরখাস্ত করে রাজাপাকশেকে নিয়োগ দিলে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়। প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত পার্লামেন্টের ভোটে মুখ থুবড়ে পড়লেও সিরিসেনা তা মেনে নেননি। এরপরই পার্লামেন্টের স্পিকার শ্রীলংকায় কার্যত কোন প্রধানমন্ত্রী নেই বলে ঘোষণা করেন।
Leave a Reply