অনলাইন ডেস্ক : সারা দেশে ছাত্র আন্দোলনে মুখে নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে শরীয়তপুর বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শরীয়তপুর জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে শরীয়তপুর থেকে ঢাকাসহ ৬টি উপজেলায় সব রুটের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাশাপাশি স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ অথবা তিন গুণ ভাড়া দিয়ে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা। শরীয়তপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফলে সারা দেশের সঙ্গে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শরীয়তপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক বেপারী বলেন, নিরাপত্তার অভাবের আমরা শরীয়তপুর জেলার সব বাস বন্ধ করে দিয়েছি। সরকার যদি আমাদের নিরাপত্তার দেয়। তবেই আমরা বাস চলাচলের ব্যবস্থা শুরু করব।
Leave a Reply