সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী

লোকালয় ডেস্কঃ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে তাদের ক্যাম্প পরিদর্শন করেছেন দেশটির সমাজকল্যাণ মন্ত্রী উইন মিয়াত আই।

বুধবার বেলা ১১টায় উইন মিয়াত আই উখিয়ার কুতুপালং ক্যাম্পে পৌঁছেন। এরপর কুতুপালং নিবন্ধিত ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে সরকারি প্রশাসনিক কর্মকর্তা, ইউএনএইচসিআর এবং আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরে মন্ত্রী কুতুপালং ক্যাম্পে ইউএনএইচসিআর এর কার্যালয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে ৩০ জন রোহিঙ্গা নারী ও পুরুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করা এবং ফিরিয়ে নেওয়ার পর নাগরিক অধিকার নিশ্চিত করা নিয়ে উইন মিয়াত আই রোহিঙ্গাদের উদ্দেশ্যে কথা বলেন। এরপর সেখানে থাকা রোহিঙ্গারা মিয়ানমারের মন্ত্রীর কাছে নির্যাতন-নিপীড়নের বর্ণনা তুলে ধরে তাদের দাবির কথা জানান।

এ সময় মিয়ানমার সমাজকল্যাণ মন্ত্রী উইন মিয়াত আইয়ের সঙ্গে ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহিদুর রহমান ও পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেনসহ ইউএনএইচসিআর ও আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে দুপুর দেড়টার দিকে মিয়ানমার মন্ত্রী ঢাকায় ফিরতে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।

এর আগে উইন মিয়াত আই ঢাকা থেকে বিশেষ বিমানযোগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার এসে পৌঁছেন। এরপর সেখান থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com