সোমবার বিকালে ভারতীয় নৌবাহিনীর প্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভারতের নৌবাহিনী প্রধানের সফর দুই দেশের উন্নয়নশীল সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রাষ্ট্রপতি এসময় ‘ব্লু-ইকোনমির’ সর্বোচ্চ ব্যবহারের জন্য যৌথ গবেষণার ওপর জোর দেন বলেও জানান প্রেস সচিব।
দুই দেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ‘বন্ধুত্বপূর্ণ’ উল্লেখ করে ভারতের নৌবাহিনীর প্রধান বলেন, বাংলাদেশ ও ভারতের নৌবাহিনী অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে যৌথভাবে লাভবান হচ্ছে।
তিনি আরও বলেন, নিরাপত্তার নিশ্চিতের পাশাপাশি অর্থনীতি জোরদারের জন্য ‘কো-অর্ডিনেটেড পেট্রোল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাতের সময় সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply