আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার নৌবাহিনীর একটি যানে আগুন লাগায় ১৪ নাবিকের মৃত্যু হয়েছে। ধোঁয়া থেকেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার রাশিয়ার সমুদ্রসীমা পরিমাপ করছিল ওই নৌযানটি। তখন এতে আগুন লাগে এবং অনেক ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়ার কারণেই মৃত্যু হয় নাবিকদের।
অবশ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌযানটির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে দেশটির বেশকিছু গণমাধ্যম বলেছে, এটা ছিল পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিনি-সাবমেরিন যা বিশেষ অপারেশনে ব্যবহার করা হতো।
নৌযানটির আগুন পরবর্তীতে নিভিয়ে ফেলা হয়। বর্তমানে এটি তীরে নিয়ে আসা হয়েছে। এতে কতজন নাবিক ছিল তা নিশ্চিত করে জানায়নি কেউই।
Leave a Reply