লোকালয় ডেস্কঃ যুদ্ধাপরাধীদের দিন শেষ, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যয়কে সামনে রেখে গতকাল সন্ধ্যায় স্থানীয় আরডি হল প্রাঙ্গণে হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সর্বস্তরের সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গান, কবিতা, নাটক ও নৃত্যের ঝংকারে সমবেত জনতা আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেবার শপথ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনে আওয়ামী লীগ এবং মহাজোট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথি তার ভাষনে বলেন, হবিগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ক্ষেত্রে এই সরকারের আমলে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে।
চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করতে শেখ হাসিনা মেডিকেল কলেজ ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আগামীদিনে আমি নির্বাচিত হলে হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, শিশুপার্ক, উন্মুক্ত সাংস্কৃতিক ম নির্মাণ করে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আতাউর রহমান সেলিম, কবি তাহমিনা বেগম গিনি প্রমুখ।
সভায় বক্তাগন ৩০ ডিসেম্বর নির্বাচনে হবিগঞ্জের সামাজিক সাংস্কৃতিক অঙ্গণে নৌকার পক্ষে গণজোয়ার গড়ে তোলার আহবান জানান। বক্তাগণ মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক হবিগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা এডভোকেট মোঃ আবু জাহিরকে আবারো বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু।
Leave a Reply