সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের যুদ্ধাহত সেনাদের আশ্রয়কেন্দ্রে ৪ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের যুদ্ধাহত সেনাদের আশ্রয়কেন্দ্রে ৪ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের যুদ্ধাহত সেনাদের আশ্রয়কেন্দ্রে ৪ জনকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের যুদ্ধাহত সেনাদের আশ্রয়কেন্দ্রে ৪ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ

পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়।

পুলিশ জানায়, শুক্রবার হামলাকারী ইউন্টভিলার ওই আশ্রয় কেন্দ্রটিতে প্রবেশ করে এবং তিন নারীকে জিম্মি করে।

কয়েক ঘণ্টার জিম্মি নাটকের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টার (জিএমটি ০২:০০) দিকে তিন নারীর মৃতদেহের পাশে বন্দুকধারীর মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে জানান পুলিশের এক মুখপাত্র।

নিহত তিন নারী ওই কেন্দ্রের কর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বন্দুকধারীর পরিচয় এখনও সনাক্ত হয়নি। তার সঙ্গে নিহত তিন নারীর কোনো সম্পর্ক ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশের উপ প্রধান ক্রিস চাইল্ডস বলেন, “স্থানীয় ডেপুটি সবার আগে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্দেহভাজন বন্দুকধারীকে আটকাতে পাল্টা গুলি চালান।

“তিনি বন্দুকধারীকে এক জায়গায় আটকে রাখেন। যে কারণে সেখানে থাকা অন্যান্যদের প্রাণ রক্ষা পেয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব তার।”

যুক্তরাষ্ট্রে যুদ্ধাহত ও বয়োজ্যেষ্ঠ সেনাদের বড় আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে সান ফ্রান্সিস্কোর নাপা ভ্যালির এই আশ্রয়কন্দ্রটি অন্যতম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com