সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের এক হওয়ার আহ্বান রুহানির

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের এক হওয়ার আহ্বান রুহানির

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের এক হওয়ার আহ্বান রুহানির
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের এক হওয়ার আহ্বান রুহানির

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

স্থানীয় সময় ২৪ নভেম্বর, শনিবার ইরানের রাজধানী তেহরানে এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে রুহানি এ মন্তব্য করেন।

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর ট্রাম্প প্রশাসন বেশ কিছুদিন ধরেই দেশটির বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞার কথা বলছে। ইরান তাদের মতো করেই পাল্টা জবাব দিতে শুরু করেছে।

দেশটির প্রেসিডেন্ট রুহানি আগে থেকেই যুদ্ধের হুমকি দিয়ে আসছেন। এবার তিনি মুসলমানদের এক হওয়ার আহ্বান জানালেন।

রুহানি বলেন, ‘সৌদি আরবের সবাই আমার ভাই; তাদের তেহরানকে ভয় পাওয়ার কোনো দরকার নেই।’

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রুহানির এই বক্তব্যকে উসকানিমূলক বলে মনে করছেন কেউ কেউ।

ইরানের সঙ্গে ২০১৫ সালে করা বহুপক্ষীয় চুক্তিকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুর দিকে তা থেকে বেরিয়ে যান। ওই চুক্তির ফলে ইরানের পরমাণু কর্মসূচির ওপর সরাসরি নজরদারি প্রতিষ্ঠা হয়েছিল, যার বিনিময়ে বিশাল পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা একতরফাভাবে আবার বহাল হচ্ছে।

অান্তর্জাতিক কোম্পানিগুলো ইরান থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ঘটনা বাড়িয়ে দিতে পারে। ইতোমধ্যে দেশটির অপরিশোধিত তেল রফতানি কমে গেছে। এর ফলে ইরান ক্ষতির সম্মুখীন হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com