এম ওসমান, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের শীর্ষ সন্ত্রাসী আমিরুল ইসলাম (৫০) দূর্বত্তদের বোমা হামলায় নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম বেনাপোলে উত্তর কাগজপুকুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও বেনাপোল এলাকার শীর্ষ সন্ত্রাসী নামে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আমিরুল মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় উত্তর কাগজপুকুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে পর পর তিনটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে আমিরুলের মাথাসহ শরীর ক্ষতবিক্ষত হয়ে সে ঘটনাস্থলে নিহত হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, কে বা কাহারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। খুনিদের ধরতে ঘটনার পর থেকেই পুলিশি অভিযান শুরু হয়েছে। তার নামে সন্ত্রাসী, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।
Leave a Reply