সংবাদ শিরোনাম :

ম্যাসেঞ্জারের তথ্য চুরি করছে ফেসবুক!

ম্যাসেঞ্জারের তথ্য চুরি করছে ফেসবুক!
ম্যাসেঞ্জারের তথ্য চুরি করছে ফেসবুক!

তথ্য প্রযুক্তি ডেস্কঃ ফেসবুক ম্যাসেঞ্জারে প্রিয় মানুষটির সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা তো মাঝে মধ্যেই করেন৷ কিংবা সহকর্মীর সঙ্গে অফিস সংক্রান্ত গোপন তথ্য শেয়ার করাও তো নতুন কিছু নয়৷ এই সব ব্যক্তিগত কথা-বার্তা কিংবা গোপন তথ্য কিন্তু গোপন থাকছে না একদম৷ ম্যাসেঞ্জারে পাঠানো মেসেজেও নজরদারি চালায় ফেসবুক৷ গত ৫ এপ্রিল ‘সিএনএন’-এর একটি রিপোর্টে জানানো হয়েছে এ বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ৷

ফেসবুকের তরফে জানানো হয়েছে, ম্যাসেঞ্জারে কোনও ম্যালওয়ার বা শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে কিনা তা নজরদারি করতে তারা স্বয়ংক্রিয় টুল ব্যবহার করে। এ ছাড়া কোনো ব্যবহারকারী যদি তার ইনবক্সের মেসেজকে ফেসবুকের নীতির বাইরের বলে মনে করে, তা হলে তিনি সেটি রিপোর্টও করতে পারেন। ফেসবুকের মডারেটররা স্বয়ংক্রিয় টুল বা ব্যবহারকারীর রিপোর্ট করা বার্তাগুলো যাচাই করে৷

ফেসবুকের তরফে ব্যবহারকারীদের সব সময় জানানো হয় যে, তাদেরে নীতির বাইরে যায়, এমন পোস্ট তারা যাচাই করে দেখে৷ কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের ধারণা ছিল-ইনবক্সের মতো ব্যক্তিগত জায়গায় হয়ত নজরদারি চালায় না ফেসবুক কর্তৃপক্ষ৷

ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘গ্রাহকদের ব্যক্তিগত মেসেজ বিজ্ঞাপন প্রদর্শনের কাজে ব্যবহার করা হয় না। আমরা গ্রাহকের ভিডিও ও অডিও কল শুনি না।’

এক সাক্ষাৎকারেও এটি স্বীকার করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকেরবার্গ। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইনবক্সে সন্দেহজনক বা নীতিমালা বহির্ভূত কিছু দেখলে আমরা সেটি হতে দেব না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com