স্টাফ রিপোর্টার: আজ ১ নভেম্বর। নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হচ্ছে। ২০১১ সালের এই দিনে দলীয় কার্যালয়ে তাঁকে গুলি করে হত্যা করে দুবৃত্তরা।
দীর্ঘদিন পলাতক থাকার পর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মোবারক হোসেন মোবাকে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ। আসামী মোবারকের দেওয়া তথ্যমতে তাঁর শ্বশুরবাড়ি শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকা থেকে ৭ রাউন্ড গুলি ও ২ টি পিস্তল উদ্ধার করেছে নরসিংদী ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানী থেকে গ্রেপ্তারের পর বুধবার বিকেলে পুলিশ মোবারককে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে ১০ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানালে আদালত দুই দিনের অনুমতি দেন।
এদিকে লোকমান হত্যার বিচারের দাবিতে গতকাল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নরসিংদী শহর। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, পুলিশ সুপারের কার্যালয় ও আদালত ঘেরাও করে লোকমানের সমর্থকরা।
Leave a Reply