সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
মুশফিক-মাহমুদুল্লাহ’র ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের

মুশফিক-মাহমুদুল্লাহ’র ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের

মুশফিক-মাহমুদুল্লাহ'র ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের
মুশফিক-মাহমুদুল্লাহ'র ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের

খেলাধুলা ডেস্কঃ মূল স্কোয়াডের অংশ ছিলেন না তিনি। সুযোগ পেয়েছেন সাকিব আল হাসানের বদলি হিসেবে। প্রস্তুতি ম্যাচে খেলতে পারলেন তামিম ইকবাল বিশ্রামে বলে। সুযোগটা এমনভাবে কাজে লাগালেন লিটন দাস, যে এখন সেরা একাদশেও বিবেচনা করতে হবে তাকে! প্রস্তুতি ম্যাচে ঝড় তুলেছেন এই কিপার-ব্যাটসম্যান। পরে দারুণ খেলেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও।

ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ক্রিকেট শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ২০ ওভারে ১৮৬ রান তুলেছে বাংলাদেশ।

১৮ বলে ৪০ রান করেছেন লিটন। ইনিংসের একমাত্র অর্ধশতক মুশফিকের ব্যাটে, ৪৪ বলে ৬৫। অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেছেন ২৭ বলে ৪৩ রানের ইনিংস।

প্রস্তুতি ম্যাচ হিসেবে বেশ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেই খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মূল স্কোয়াডে থাকা ধনঞ্জয়া ডি সিলভা দলটির অধিনায়ক। দলে আছেন নিরোশান ডিকভেলা, সাদিরা সামারাবিক্রমা, লাকশান সান্দাকান, জেফ্রি ভ্যান্ডারসে, অ্যাঞ্জেলো পেরেরা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারার মত শ্রীলঙ্কার জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের উইকেট ঘাসে ভরা। তবে বেশিরভাগই মরা ঘাস। বল ব্যাটে এসেছে বেশ ভালো। প্রস্তুতি ম্যাচ বলে টস হয়নি, আগে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয় বাংলাদেশকে।

পিএসএল খেলে আসায় তামিম বিশ্রামে থাকায় সৌম্য সরকারের সঙ্গে ইনিংস শুরু করেন লিটন। প্রথম ওভারেই বাংলাদেশ হারায় সৌম্যকে।

মুখোমুখি হওয়া প্রথম বলেই আসিথা ফার্নান্দোর স্টাম্পে থাকা বল ফ্লিক করতে গিয়ে বোল্ড সৌম্য। তিনে নামা সাব্বির ফিরেছেন ১০ বলে ১ রান করে। আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। চতুর্থ ওভারে পেসার শেহান ড্যানিয়েলসের অফ স্টাম্পের বাইরের বল স্কুপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন শর্ট ফাইন লেগে। ১৪ রানে ২ উইকেট হারিয়ে তখন চাপে বাংলাদেশ।

সেই চাপ উড়ে যায় লিটনের ব্যাটে। ড্যানিয়েলসকে লং অন দিয়ে যে ছক্কা মারলেন, সেটি ছক্কা হতো সম্ভবত বিশ্বের যে কোনো ক্রিকেট মাঠেই। পরের ওভারে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা লাহিরু কুমারাকে। ওই ওভারেই ফ্লিক করে চার।

আরেক পাশে মুশফিকও শুরু থেকে খেলেছেন দারুণ। ড্যানিয়েলসকে দৃষ্টিনন্দন কাভার ড্রাইভে চার মেরে শুরু। ষষ্ঠ ওভারে লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসের হাতে বল তুলে দেন অধিনায়ক। মুশফিক স্বাগত জানান আরেকটি কাভার ড্রাইভে চার মেরে। শুরুর চাপ সরিয়ে বাংলাদেশ পাওয়ার প্লের ৬ ওভারে তোলে ৫১ রান।

ইনিংস জুড়ে ফ্লিক শট সবচেয়ে ভালো খেলেছেন লিটন। আউট হয়েছেন ফ্লিকেই। পেসার থিকশালা ডি সিলভাকে বেরিয়ে এসে ফ্লিক করে ক্যাচ দিয়েছেন মিড উইকেটে। ১৮ বলে ৪০ রানের ইনিংসে চার চারটি, ছক্কা তিনটি।

বাংলাদেশের ইনিংস ততক্ষণে গতি পেয়ে গেছে। ভ্যান্ডারসের লেগ স্পিনে স্লগ সুইপে ছক্কা মারেন মুশফিক। চায়নাম্যান সান্দাকানকে মাথার ওপর দিয়ে ছক্কা মেরে শুরু করেন মাহমুদউল্লাহ।

মুশফিক পঞ্চাশ স্পর্শ করেন ৩৯ বলে। পরের ওভারে কুমারাকে পুল করে ছক্কায় উদযাপন করেন ফিফটি। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটির পঞ্চাশ আসে ৩১ বলে।

আরেকটি ছক্কার চেষ্টায় মিড উইকেটে ক্যাচ দিয়ে শেষ হয় মুশফিকের ইনিংস। ছয়টি চার ও তিন ছক্কায় ৪৪ বলে ৬৫।

খানিক পর স্লগ করতে গিয়ে বোল্ড হন মাহমুদউল্লাহ। তিনটি ছক্কা এসেছে তার ব্যাট থেকেও, চার দুটি।

শেষ দিকে বল প্রতি রান করলেও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি আরিফুল হক ও নুরুল হাসান। ১২ বলে ১৫ করেছেন আরিফুল, ৯ বলে ১২ নুরুল। শেষ ৫ ওভারে বাংলাদেশে তুলেছে ৩৮।

শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দু্ইশ রানের ঠিকানায় যেতে পারেনি বাংলাদেশ। তবে শুরুর ধাক্কার পর এই রানেও সন্তুষ্ট থাকার কথা দলের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (লিটন ৪০, সৌম্য ০, সাব্বির ১, মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২*; ফার্নান্দো ২/২২, ড্যানিয়েলস ১/১৪, কুমারা ১/৫০, ভ্যান্ডারসে ০/৩৯, থিকশালা ১/১০, সান্দাকান ০/৫০)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com