সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে
মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে

লোকালয় ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আবারও শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে কাজ করতে হবে।

বুধবার (৬ জুন) রাঝধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে জাতীয় স্বাধীন পার্টি আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি জাতীয় পার্টি জেপি) নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী বলেন, দেশের সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গীবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকল সামাজিক ও রাজনৈতিক দলের ভূমিকা রাখতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রধান বক্তা বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর সেজন্যে স্বাধীনতার সপক্ষের ব্যক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিঁনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন মহলের ষড়যন্ত্র শুরু হয়েছে। তৃতীয় শক্তির নামে আবারও জঙ্গিবাদী অপশক্তি দ্বারা দেশ ও জাতিকে জিম্মি করার ষড়যন্ত্র করছে। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ী লীগের ধর্ম বিষয় উপ-কমিটির সদস্য হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন জুয়েল, সংগঠনের মহাসচিব জয়প্রকাশ নারায়ন রক্ষিত, সিনিয়র সহ-সভাপতি সাবিনা জাহান খুশি, জোবেদা খাতুন, রোকেয়া সুলতানা রেবা, দীপক কুমার পালিত, কামরুল ইসলাম, ডিকে লালা, কামরুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান, রোকনউদ্দিন পাঠান, ঊর্মি মজিদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com