সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

লোকালয় ডেস্কঃ মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবনের লিফট ছিঁড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

কুয়ালালামপুরের জোহরবারু ফরেস্ট সিটিতে রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে যশোরে নিহতদের স্বজনদের কাছে খবর এসেছে।

নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শ্যামলাগাছী গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) ও ঝিকরগাছা উপজেলার ছোট-পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাহউদ্দিন (৪২)।

দুর্ঘটনার খবর আসার পর তাদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।

নিহতদের স্বজনরা জানান, তিন বছর আগে তরিক, আজমিন ও সালাউদ্দিন মালয়েশিয়া যান। জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা ভবনের লিফট তৈরির কাজ করছিলেন তারা।

মঙ্গলবার রাতে ৩২ তলায় লিফটের কাজ করার সময় কেবল ছিঁড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, নিহতদের লাশ শিগগিরই বাড়ি ফিরিয়ে আনতে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com