আন্তর্জাতিক ডেস্ক: চীনে মসজিদ ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছেন সেখানকার স্থানীয় মুসলিমরা। চীনের পশ্চিমাঞ্চলীয় নিনঝিয়া প্রদেশের উয়েইঝু গ্রান্ড মসজিদ প্রয়োজনীয় পরিকল্পনা ও নির্মাণ অনুমোদন মেনে তৈরি হয়নি অভিযোগে সেটি ভাঙতে চায় চীনা প্রশাসন। এতেই প্রতিবাদ জানান মুসলমানরা।
চীনের বিভিন্ন প্রদেশে যেখানে মুসলিমরা নানাভাবে অবহেলিত সেখানে তাদের এই প্রতিবাদই বড় খবর। জানা গেছে, কয়েকটি দৃষ্টিনন্দন মিনার ও গম্বুজের সমন্বয়ে মধ্যপ্রাচ্যের ধাঁচে তৈরি মসজিদটি ভেঙে ফেলার বিরোধীতা করছে স্থানীয় মুসলিমরা। শুধু তাই নয় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সেখানে মুসলমানদের অবস্থান কর্মসূচি পালন করছে।
চীনে প্রায় ২ কোটি ৩০ লাখ মুসলমানের বসবাস। এরমধ্যে নিনঝিয়া প্রদেশে মুসলমানের সংখ্যাটা একটু বেশি। মানবাধিকার সংগঠনগুলো বলছে, চীনে মুসলমানদের ওপর সরকারি বৈরি আচরণ দিনদিন বাড়ছে। তবে মসজিদ ইস্যুতে বেশ শক্ত অবস্থানে মুসলমানরা। তারা বলছে, মসজিদে কোনভাবেই সরকারকে হাত দিতে দেয়া হবে না।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ৩ আগস্ট চীনা কর্তৃপক্ষ মসজিদ ভাঙার নোটিস দেয়। পরে সেই আদেশ আদিবাসী হুই সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়ে। অনেকে অভিযোগ করেছেন, যদি অনুমোদন ছাড়াই মসজিদটি তৈরি হয় তবে প্রায় দুই বছর কাজ চলার পর সেটি কেন বন্ধ করা হচ্ছে।
বৃহস্পতিবার থেকেই মসজিদের সামনে জড়ো হতে থাকেন প্রতিবাদকারীরা। সেই বিক্ষোভ চলে শুক্রবারও। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা মসজিদটির সামনে অসংখ্য মুসলমানকে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা কোন বিশৃঙ্খলা করছি না, শুধু অবরোধ করে আছি। আমরা চাই না সরকার মসজিদে হাত দিক, কিন্তু সরকার এ ব্যাপারে অনড়।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা বাড়ছে। তাছাড় ধর্মীয় কর্মকাণ্ড পালনেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। তবে আদিবাসী হুই মুসলিমরা ধর্মীয় আচরণ পালনের ক্ষেত্রে অনেকটাই স্বাধীন। অন্যদিকে জিনজিয়াংয়ে উইঘর মুসলিমদের ওপর চলে সরকারের নানা জুলুম।
Leave a Reply