সংবাদ শিরোনাম :
মঙ্গল ঝাঁকে ঝাঁকে মৌমাছি পাঠাচ্ছে নাসা

মঙ্গল ঝাঁকে ঝাঁকে মৌমাছি পাঠাচ্ছে নাসা

মঙ্গল ঝাঁকে ঝাঁকে মৌমাছি পাঠাচ্ছে নাসা
মঙ্গল ঝাঁকে ঝাঁকে মৌমাছি পাঠাচ্ছে নাসা

লোকালয় ডেস্কঃ লাল গ্রহ খ্যাত মঙ্গলে ঝাঁকে ঝাঁকে মৌমাছি পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)৷ তবে এরা কোনো সাধারণ মৌমাছি নয়। এরা মূলত রোবট ও ড্রোন, যার আদল হচ্ছে মৌমাছির ৷

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম কিউরিওসিটি.কমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি রোভার থেকে এই ড্রোনগুলোকে ছেড়ে দেওয়া হবে মঙ্গলের মধ্যে। তার পরে তারা ছড়িয়ে পড়বে লাল গ্রহের প্রতিটি কোণায়।

এই মৌমাছিদের নাম দেওয়া হয়েছে ‘মার্সবি’। প্রতিটি মার্সবি তার ভেতরে থাকা অসংখ্য ছোট ছোট সেন্সর দিয়ে মঙ্গলের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। মূলত মঙ্গলের আবহাওয়া সম্পর্কে খুঁটিনাটি তথ্য সংগ্রহই হবে মার্সবির উদ্দেশ্য।

আগেই রোভার জানিয়েছিল মঙ্গলে মিথেনের মতো গ্যাসের অস্তিত্ব রয়েছে। আপাতত মিথেনের সন্ধানই হবে মার্সবি-দের কাজ।

মিথেনের পরিমাণ সঠিকভাবে জানা গেলেই বিজ্ঞানীরা মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে ভাবতে পারবেন, এমনটাই জানিয়েছে নাসা।

সারাদিন উড়ে বেড়িয়ে মার্সবির দল সত্যিকারের মৌমাছির মতোই তাদের মৌচাক রোভারে ফিরে আসবে। সেখানেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের রিচার্জ সম্পন্ন হবে বলে জানিয়েছে নাসা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com