মংলা প্রতিনিধি: জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মংলা ও পাশ্ববর্তী উপজলো রামপালে সাড়াশি অভিযান শুরু করেছে বাগেরহাট ডিবি পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত মংলা পৌর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক নারীসহ ৭ জনকে আটক করার পর তাদেরকে নিয়ে অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশের একটি দল।
এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।
তিনি বলেন, এ অভিযান আরো ৫ থেকে ১০ দিন পর্যন্ত চলমান থাকতে পারে। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মংলার ওই আবাসিক হোটেলে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের জিঞ্জাসাবাদের জন্য বাগেরহাট ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এদিকে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কার্যকলাপরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগেরহাট জেলার মংলা ও রামপালে পুলিশের এ অভিযান শুরু করা হয়েছে।
Leave a Reply