নোয়াখালী- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় কোথাও বাধার মুখে পড়ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে তার নির্বাচনী প্রচারণার সময় একথা বলেন তিনি।
কাদের বলেন, বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। নিশ্চিত পরাজয় হবে জেনে নির্বাচন নিয়ে মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগ তুলছে। দিন যতই যাচ্ছে ততই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভোটের বাজারে তাদের ভাঙাহাট জমছে না। সেই কারণে তারা এসব অবান্তর ও ভুয়া অভিযোগ তুলছে।
মন্ত্রী তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, তিনি বলছেন তাকে প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। তার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উনাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকার বাধা দিচ্ছেন না।
তিনি বলেন, অবান্তর ও ভুয়া অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি। নির্বাচনী প্রচারণায় তাদের প্রার্থীরা মাঠে নেই, আছেন কূটনৈতিক ও মিডিয়ার সঙ্গে।
Leave a Reply