সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভোটার খাওয়াচ্ছেন হিরো আলমকে

ভোটার খাওয়াচ্ছেন হিরো আলমকে
ভোটার খাওয়াচ্ছেন হিরো আলমকে

বগুড়া করেসপন্ডেন্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সরব প্রচারণা চোখে পড়ার মত। এবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে ভোটের মাঠে দেখা মিলছে ব্যতিক্রম চিত্র।

ভোটারদের বাড়িতেই দুপুর ও রাতের খাবার খাচ্ছেন প্রার্থী। এই চিত্রটি গরিব ভোটারদের বাড়িতেই দেখা যাচ্ছে। নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই এলাকার হিন্দু সম্প্রদায়ের এক বিধবা বৃদ্ধাকে মা ডেকে সেখানেই রাতের খাবার খেয়ে ব্যতিক্রম আলোচনায় এসেছেন স্বতন্ত্র প্রার্থী ডিস ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া ব্যাপক আলোচিত নবাগত বলিউড অভিনেতা হিরো আলম খ্যাত আশরাফুল হোসেন আলম।

‘সিংহ’ প্রতীক নিয়ে ভোটের প্রচারণায় মাঠে রয়েছেন তিনি। প্রচারণায় গিয়ে ভোটারদের বাড়িতেই দুই বেলার খাবার পাচ্ছেন তিনি। গরিবের প্রার্থী হিসেবেও রিতিমত নাম উঠেছে ভোটারদের মুখে মুখে। হিরো আলম নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের ‘চা’ পর্যন্ত খাওয়াচ্ছেন না। তবে ভোটাররাই নিজেদের খরচে হিরো আলমের প্রচারণা করছেন এবং তাকেই চা খাওয়াচ্ছেন। সিংহ প্রতীকের এই স্বতন্ত্র সাংসদ প্রার্থী যেখানেই প্রচারণায় যাচ্ছেন, সেখানে একই কথা বলছেন ‘আমি গরিব ঘরের ছেলে, টাকা দিয়ে ভোট করতে আসিনি। আমি গরিব, গরিবরাই আমার সাথে প্রচারণায় রয়েছে। কেউ টাকার জন্য প্রচারণা করছে না, ভালবাসা থেকেই সহযোগিতা করছে সবাই।

গরিবের দুঃখ গরিবরাই বুঝে। আপনারা (ভোটার) যদি টাকার বিনিময়ে কাউকে ভোট দেন, তাহলে সে-তো চোর হবেই। আপনারাই চোরের জন্ম দিচ্ছেন। অর্থের লোভ না করে ভালোবেসে ভোট দিন, নির্বাচিত হলে নিশ্চই উপকৃত হবেন। কথার সাথে কাজের প্রমাণ পাবেন। হিরো আলমের এই কথাগুলোই ভোটরদের হৃদয়ে আস্থার সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন উপজেলার বীজরুল গ্রামের ভোটার রাসেল হোসেন, কৈগাড়ী গ্রামের আলমগীর, হাটকড়ই গ্রামের উত্তম কুমার, ভাটগ্রামের মাহফুজার ও বাদলাশন গ্রামের আব্দুল হান্নান সহ শত শত ভোটার।

গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হাটকড়ই হিন্দুপাড়া গিয়ে দেখা গেছে ভোটের মাঠে প্রার্থীর ব্যতিক্রম চিত্র। ওই গ্রামের ‘সিংহ’ প্রতীকে ভোট চাইতে প্রচারণায় যান হিরো আলম। সঙ্গে ছিলেন তার শতাধিক কর্মী সমর্থক।

হাটকড়ই গ্রামের মৃত অনিল চন্দ্র লকাইয়ের স্ত্রী বিধবা বৃদ্ধা লতা রানীর বাড়িতে ‘সিংহ’ প্রতীকে ভোট চাইতে যান হিরো আলম। এ সময় বিধবা বৃদ্ধাকে সামনে পেয়েই ‘মা’ বলে ডাকেন তিনি। মা ডাক শুনেই ওই বৃদ্ধা বলে ওঠেন, বেটা (হিরো আলম) তুই গরিব মায়ের ছোল। অনেক কষ্টে এতদুর আচ্চু। হামাক মা ডাকিচু, তোর কাচে হামার আর কিচু চাওয়ার নাই। হামি ভাত আন্দিচি বাপ। হামার হাতে দুই মুট ভাত খায়্যা যা। ভোটেত মেলা কষ্ট করা লাগে, খাওয়া দাওয়া ঠিক করে তারপর পচার কর। চিন্তে করিস ন্যা, ভগবান আচে বেটা। বিধবা ওই বৃদ্ধা মায়ের কথায় রাতের খাবার খেতে বসেন হিরো আলম। বৃদ্ধার ছেলে পলাশ চন্দ্রও খেতে বসে। আলোচিত স্বতন্ত্র সাংসদ প্রার্থী হিরো আলম একজন সাধারণ বৃদ্ধার বাড়িতে ভাত খাচ্ছেন, এই ঘটনাটি মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়ির উঠানে শত শত নারী-পুরুষ ভোটার ছুটে এসে ভিড় করেন। প্লেটে সাদা ভাত, সাথে ডাল পিয়াজু আর ভাজি। একজন এমপি প্রার্থী সাধারণ খাবার খাচ্ছেন গরিবের বাড়িতে। বিষয়টি নিয়ে ব্যতিক্রম আলোচনার জন্ম দিলেন হিরো আলম।

ছেলের পাশে এমপি প্রার্থীকে বসিয়ে সন্তানের মতোই খাবার দিয়েছেন ওই বৃদ্ধা নারী। তবে হিরো আলম যখন খাবার খাচ্ছিলেন, তখন বৃদ্ধা ওই নারীর দু-চোখে জল আসে। এটা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত ভোটাররাও। অবাক দৃষ্টিতে সকলেই দেখছিলেন এই চিত্র। ভোটের প্রচারণায় কয়েক দিন ধরেই ভোটারদের বাড়িতে হিরো আলমের খাবার খাওয়ার কথা জনমুখে চলছিল। এবার বাস্তব চিত্রটিরও দেখা মিললো।

হাটকড়ই এলাকার হোমিও চিকিৎসক বরুন চক্রবর্তী ও বৃদ্ধ ভোটার পশুরাম চন্দ্র বলেন, চোখের সামনে দেখেও বিশ্বাসই হচ্ছিল না। একজন এমপি প্রার্থী এভাবে একজন সাধারন গরিব ভোটারের বাড়িতে খাবার খাচ্ছে। এরকমই একজনকে জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিৎ। আমরা সবাই চাই, প্রত্যেক পরিবারকে নিজের মনে করে পাশে থাকুক জনপ্রতিনিধিরা। আমরা তো টাকা চাই না। হিরো আলম নির্বাচিত হবে কি-না ভগবানই জানেন। সে আমাদের হৃদয়ে জায়গা করে নিল।

সময়ের কন্ঠস্বর প্রতিবেদকের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি গরিব মায়ের সন্তান। গরিবের ঘরের খাবারের চেয়ে আর বেশী কিছু চাওয়ার নেই। ভোটাররা ভালবেসে আমাকে খাওয়াচ্ছেন, আমিও খাচ্ছি। আমি মনে করি, ভালোবাসাই সব। ভোটের মাঠে জয় পরাজয় থাকবে কিন্তু আমি ভোটের আগেই যে ভালোবাসা পাচ্ছি, সেটা এমপি হবার চেয়েও অনেক বড় পাওয়া।

নির্বাচনে অংশ নেয়ার আগে ও পরে হিরো আলমকে নিয়ে সারাদেশেই ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনাও ছিল সর্বত্রই। দেশের গন্ডি পেরিয়ে কলকতা সহ দেশ-বিদেশের গনমাধ্যমগুলোতে হিরো আলমকে নিয়ে প্রতিবেদনের হিড়িক চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইট সহ অনলাইনে সরব রয়েছে হিরো আলমের ভোটের জল্পনা-কল্পনা। বগুড়া-৪ আসনে হিরো আলম (সিংহ) পাশাপাশি সক্রিয় প্রচারণায় মাঠে রয়েছেন মহাজোট মনোনীত বর্তমান সাংসদ একেএম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির মনোনীত মোশারফ হোসেন (ধানের শীষ)।

এছাড়াও ভোটের প্রচারণায় চালাচ্ছেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী (হাতপাখা), তরিকত ফেডারেশনের কাজী এমএ কাশেম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com