সংবাদ শিরোনাম :
ভালবাসা দিবসে রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ!

ভালবাসা দিবসে রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ!

ভালবাসা দিবসে রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ!
ভালবাসা দিবসে রাবিতে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ!

শিক্ষাঙ্গন ডেস্ক : বিশ্ব ভালবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন স্লোগান দিয়ে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে বিশ্ব ভালাবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমি কর্মসূচির আয়োজন করা হয়। ‘তুমি কে আমি কে- বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না।’ ‘দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না।’ এমন সব স্লোগান নিয়ে পালিত হয় এ কর্মসূচি।

বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের সভাপতি মোল্লাহ মোহাম্মদ সাইদ ও সাধারণ সম্পাদক মাহফুজুল সুমনের নেতৃত্বে এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

সভাপতি মোল্লাহ সাইদ বলেন, আমেরিকার এক গবেষণায় দেখা গেছে ৮৮ শতাংশ লোক সিঙ্গেল। এতে প্রমাণিত হয় একটা বড় অংশ প্রেমবঞ্চিত। তাই প্রেমের অধিকার বঞ্চিতদের দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর।

এছাড়া আয়োজনের মধ্যে ছিল কবিতা উৎসব, গণসাক্ষর কর্মসূচি ও দরিদ্র-পথশিশুদের আহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com