সংবাদ শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের নিন্দা জানিয়েছে ইরান

ভারতে মুসলিম নির্যাতনের নিন্দা জানিয়েছে ইরান

lokaloy24.com

ভারতে মুসলিমদের ওপর চালানো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বিবেকবর্জিত কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে ইরান।

সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটবার্তায় এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত ইরানের শতাব্দী পুরোনো বন্ধু। আমরা ভারতের কর্তৃপক্ষের কাছে সব নাগরিকের সঙ্গে সমান আচরণ করার আহ্বান জানাচ্ছি।

জাভেদ জারিফ তার টুইটে ভারত সরকারকে আইনের শাসন নিশ্চিত করতে এবং অভ্যন্তরীণ বিষয়ে কোনো সমস্যা থাকলে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন।

গত ২৩ ফেব্রুয়ারি দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম সংখ্যালঘুর ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড চালায়।

এ হত্যাকাণ্ডে হিন্দু মৌলবাদীদের সঙ্গে যোগ দেয় দিল্লি পুলিশও। দিল্লির ওই সংঘর্ষে নিহত ৪৭ জনের মধ্যে বেশিরভাগই মুসলমান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে দিল্লিতে নাগরিকত্ববিরোধী আন্দোলনে হঠাৎ করে পুলিশকে সঙ্গে নিয়ে হিন্দু মৌলবাদী সংগঠন আরএসএসের সন্ত্রাসীরা মসজিদ ও মুসলিমদের ঘরবাড়িতে আগুন দেয়ার পাশাপাশি পিটিয়ে হত্যা করে আন্দোলনকারী অনেক মুসলিম যুবককে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com