আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে মঙ্গলবার একটি ট্রাক নর্দমায় পড়ে যাওয়ায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে গুজরাটের ভবনগর জেলায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ২৮ জনের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবেই ঘটনাস্থলে পৌঁছে বাকিদের উদ্ধার করে। আহত হয়েছে আরো অন্তত ১২ জনের বেশি মানুষ, দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
Leave a Reply