খেলাধুলা ডেস্কঃ ভারতের ফাস্ট বোলার মোহাম্মাদ শামি সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তার স্ত্রী হাসিন জাহান। ফেসবুকে একাধিক পােস্ট করে হাসিনা দাবি করেছেন, শামির একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয় তাকে মানসিক ও শারীরিক অত্যাচারও করেন শামি।
শামির স্ত্রী তার বক্তব্যের সমর্থনে একাধিক ছবি পোস্ট করেছেন তার পোস্টে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এর তথ্য মতে, হাসিন জানিয়েছে- যা কিছু জানিয়েছি তা কোনও হিমশৈল্যের চূড়া মাত্র। শামির কাণ্ডকারখানা আরও নোংরা। একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে ওর।
হাসিন জাহানের দাবি তিনি শামির একাধিক সম্পর্কের কথা জেনেছেন তার ফোন থেকে। ওই ফোন তিনি পেয়েছেন শামির বিএমডাবিলিউ গাড়ি থেকে। ওই ফোনটি ২০১৪ সালে শামিকে উপহার দিয়েছিল দিল্লি ডেয়ার ডেভিলস।
শুধুমাত্র অভিযোগই নয়, ভারতের এই স্পিড স্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছেন হাসিন। তার দাবি, শামির মা ও ভাই তাকে গালিগালাজ করেন। এমনকি তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে একবার তাকে মারধরও করেছেন শামি।
Leave a Reply