সংবাদ শিরোনাম :
ব্রিটেনের স্কুলে ছেলেদের জন্য স্কার্ট বাধ্যতামূলক!

ব্রিটেনের স্কুলে ছেলেদের জন্য স্কার্ট বাধ্যতামূলক!

ব্রিটেনের স্কুলে ছেলেদের জন্য স্কার্ট বাধ্যতামূলক!

আন্তর্জাতিক ডেস্কঃ চিলটার্ন এজ হাইস্কুল। এটি ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের একটি শিক্ষা প্রতিষ্ঠান। গরমে ছেলেদের হাফপ্যান্ট পরা নিষিদ্ধ করেছে স্কুলটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, গরমকালে যেসব ছেলেদের প্যান্ট পরতে সমস্যা হয়, তাদের উচিত স্কার্ট পরা। যেসব ছেলেরা প্যান্ট পরতে চায় না তাদের অবশ্যই (বাধ্যতামূলক) স্কার্ট পরতে হবে।

ব্রিটেনের কয়েকটি স্কুল ‘লিঙ্গ-নিরপেক্ষ’ নীতি গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে আরো বেশি স্বাছন্দ্যবোধ করতে পারে সেজন্য এই নিয়ম করা হচ্ছে। স্কুলগুলোর কর্তৃপক্ষ বলছে, সমতা আইন অনুযায়ী, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের বৈষম্য থেকে রক্ষায় স্কুলের দায়িত্ব রয়েছে। তাই, স্কার্ট ও প্যান্ট দুটোই উভয় লিঙ্গের শিক্ষার্থীরা পরতে পারবে।

এ বিষয়ে একজন শিক্ষার্থীর বাবা স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন, তার ছেলে দর্জি দিয়ে বানানো হাফপ্যান্ট পরতে পারবে কিনা? জবাবে কর্তৃপক্ষ জানায়, ইউনিফর্ম নীতি এখন ‘লিঙ্গ-নিরপেক্ষ’। হাফপ্যান্ট ইউনিফর্মের অংশ নয়। এদিকে, ব্রিটেনের সেনাবাহিনী জানিয়েছে, সেনা সদরদপ্তরে ‘লিঙ্গ-নিরপেক্ষ’ টয়লেট স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ব্রিটেনজুড়ে লিঙ্গ সমতার লক্ষ্যে নানা ধরনের পরিবর্তনমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com