লোকালয় ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আশির দশকের ছাত্রদলের সাবেক নেতা সানাউল হক নীরু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক শুনানি শেষে মতিঝিল থানার ওসিকে অভিযোগের তদন্ত করে আগামী ২৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী প্রদীপ রমজান দেবনাথ।
তিনি জানান, মওদুদের লেখা ‘চলমান ইতিহাস’ বইতে সানাউল হক নীরু ও গোলাম ফারুক অভিকে ‘জঙ্গি’ ও ‘মাস্তান’ বলে আখ্যায়িত করা হয়। ভুল ও মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্তি করায়, একই সঙ্গে ওই তথ্যের মাধ্যমে বাদীপক্ষকে সমাজে হেয়প্রতিপন্ন করায় শত কোটি টাকার মানহানি মামলাটি করা হয়।
প্রসঙ্গত, মওদুদ আহমদের ‘চলমান ইতিহাস’ বইতে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষপট নিয়ে আলোচনা করা হয়। বইটিতে তার ‘খণ্ডিত স্মৃতিকথা’ ও ‘খণ্ডিত বিশ্লেষণ’ প্রকাশ পায়।
Leave a Reply