আন্তর্জাতিক ডেস্কঃ আপনি কী করবেন—যদি কাকতালীয়ভাবে পেয়ে যান লাখ টাকার ব্যাংক চেক? আর যদি এই পরিমাণটা হয় ১০ লাখ ডলার! তাহলে?
এনডিটিভি বলছে, সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। ভুলে সেখানকার বাসিন্দা অ্যারিক গ্যাবরিয়েলের নামে একটি ব্যাংক চেক আসে। যাতে ডলারের পরিমাণ লেখা ছিল ১০ লাখ ১৭ দশমিক ৯৪ ডলার। কিন্তু ওই ব্যক্তি এ চেক হজম করলেন না। অল্প সময়ের মধ্যেই ফেরত দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে।
ব্যাংক অব আমেরিকা তাদের একজন বড় গ্রাহকের নামে ওই চেক পাঠাতে গিয়ে ভুলে অ্যারিকের নামে পাঠিয়ে দেয়। অ্যারিক ডব্লিউএসওসি টিভিকে বলেন, ‘যখন চেকটি পাই তখন আমি ও আমার পরিবার কোনো ভাবেই বিষয়টি বিশ্বাস করতে পারছিলাম না।’
অ্যারিক রাতারাতিই ধনী হতে পারতেন। কিন্তু তিনি সে সুযোগ নেননি। তাঁর ভাষায়, ‘আমি অস্থিরতা অনুভব করতে লাগলাম। আমার মন ডলারগুলো রেখে দিতে চাচ্ছিল। কিন্তু বিবেক বাধা দিতে থাকে। আমার মন বারবার বলতে লাগল, “অ্যারিক তুই এ সুযোগ মিস করিস না। জীবনে তোকে কাজ করে খেতে হবে না”।’
ব্যাংক অব আমেরিকার ভাষ্য, তাদের ভুল হয়ে গেছে। তারা গত মে মাসে এ ভুলটি করেছে। ব্যাংকটির জনসংযোগ বিভাগের একজন নির্বাহী স্থানীয় সংবাদমাধ্যম দ্য ক্যারলোট অবজারভারকে বলেন, ‘আমরা বিষয়টির সমাধান করেছি। আমরা ওই গ্রাহককে তাঁর কর্মের জন্য উৎসাহ দিয়েছি।’
একই প্রতিবেদনে উল্টো একটি ঘটনারও প্রসঙ্গ টানে এনডিটিভি। সাউথ আফ্রিকান ইউনিভার্সিটিতে গত বছরের আগস্ট মাসে ওই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রীর অ্যাকাউন্টে ভুলে ১০ লাখ ডলার জমা পড়ে। কিন্তু ওই শিক্ষার্থী বিষয়টি কর্তৃপক্ষকে না জানিয়ে নিজের মতো করে ব্যয় করতে থাকে। তিনি মাত্র কয়েক দিনের মধ্যেই দামি দামি পোশাক, স্মার্টফোন ও পার্টির পেছনে ব্যয় করে ফেলেন ৬১ হাজার ২৫০ ডলার। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আঁচ করতে পারে। মূলত শিক্ষাবৃত্তির জন্য একটি কোম্পানির ওই অর্থ বিশ্ববিদ্যালয়টির অ্যাকাউন্টে দিতে চেয়েছিল। যা ভুলে ওই শিক্ষার্থীর অ্যাকাউন্টে চলে যায়। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে খাদ্য ভাতা পেতেন। যার মাসিক পরিমাণ ছিল ১০৭ ডলার।
Leave a Reply