ঢাকা- ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকার যাত্রী আরও চারজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। বাকি একজনের খোঁজে শনিবার তৃতীয় দিনের মতো নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে নৌকাটি ডুবে গেলে ছয়জন নিখোঁজ হন। শুক্রবার জামশেদার (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছিল। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বুড়িগঙ্গার নদী বন্দর ও ওয়াইজঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই চার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ বাহীনীর টহল পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বৃহস্পতিবার নৌকাডুবির পর থেকেই নিখোঁজদের উদ্ধারে যৌথ অভিযান চলছে। এরই অংশ হিসেবে উদ্ধারকারী দল ও নিখোঁজদের আত্মীয়স্বজন আজও নদী এলাকায় মরদেহ অনুসন্ধান করছিল। একপর্যায়ে আজ সকালে বুড়িগঙ্গার নদী বন্দর থেকে মাহি (৬) নামে একশিশু এবং দুপুরের দিকে ওয়াইজঘাট এলাকায় ভাসমান অবস্থায় জুনায়েদ, মীম ও দেলোয়ারের লাশ পাওয়া যায়।
Leave a Reply