সংবাদ শিরোনাম :
বিরলের থেকেও বিরলতম সাদা পেঙ্গুইনের দেখা মিলল চিড়িয়াখানায়!

বিরলের থেকেও বিরলতম সাদা পেঙ্গুইনের দেখা মিলল চিড়িয়াখানায়!

বিরলের থেকেও বিরলতম সাদা পেঙ্গুইনের দেখা মিলল চিড়িয়াখানায়!
বিরলের থেকেও বিরলতম সাদা পেঙ্গুইনের দেখা মিলল চিড়িয়াখানায়!

চিত্র-বিচিত্র ডেস্ক : এমন দৃশ্য সত্যিই বিরল৷ সাধারণত আমরা সাদা-কালো পেঙ্গুইন দেখতেই অভ্যস্ত৷ নরম মসৃণ গায়ে, হাতের মতো বড় বড় দু’টো ডানা নিয়ে, থপথপ করে হাঁটতে থাকে বরফের দেশের এই মিষ্টি প্রাণীরা৷ কিন্তু এমন বিরল পেঙ্গুইনের দেখা মেলে না সহজে৷

সম্প্রতি পোল্যান্ডের গডনস্ক শহরের একটি চিড়িয়াখানায় দেখা মিলেছে সাদা পেঙ্গুইনের৷ পেঙ্গুইনটির বয়স ৩ মাস৷

গত ১৪ ডিসেম্বর বেশ কয়েকটি অ্যাফ্রিকান ব্ল্যাক-ফুট পেঙ্গুইনের জন্ম হয়েছে ওই চিড়িয়াখানায়৷ তার মধ্যে আশ্চর্যজনকভাবে একটি ছিল অ্যালবিনো পেঙ্গুইন৷ তবে এতদিন এই সাদা পেঙ্গুইনের জন্ম নিয়ে চুপচাপ ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ কারণ আদৌ সেটি বাঁচবে কি না তা নিয়ে সংশয় ছিল তবে শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটেনি৷ ওই পেঙ্গুইনটির লিঙ্গ না জানা পর্যন্ত তার নামকরণ করতে পারেননি এখানকার কর্মীরা৷

সাদা পেঙ্গুইনের দেখভালের দায়িত্বে থাকা মিশাল তারগোওস্কি জানালেন, যতদূর জানি, এরকম প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই৷ এই বাচ্চাটির স্বাস্থ্য বেশ ভাল৷ এর বাবা-মাও শিশুটির ভাল যত্ন করে৷ পেঙ্গুইনটির রক্ষণাবেক্ষণের জন্য ৬টি প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনের সঙ্গে তাকে রাখা হয়েছে৷ তারমধ্যে দু’জন তারই বাবা-মা৷ ওই চিড়িয়াখানায় আরও ৭০টি পেঙ্গুইন আছে৷

আফ্রিকান ব্ল্যাক ফুটেড এই পেঙ্গুইন ২০১০ সাল থেকে বিরল প্রজাতির তালিকায় নাম তুলেছে৷ এই প্রজাতির পেঙ্গুইন তাদের বিশেষ ডাকের জন্য সুপার পেঙ্গুইন নামেও পরিচিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com