চিত্র-বিচিত্র ডেস্ক : এমন দৃশ্য সত্যিই বিরল৷ সাধারণত আমরা সাদা-কালো পেঙ্গুইন দেখতেই অভ্যস্ত৷ নরম মসৃণ গায়ে, হাতের মতো বড় বড় দু’টো ডানা নিয়ে, থপথপ করে হাঁটতে থাকে বরফের দেশের এই মিষ্টি প্রাণীরা৷ কিন্তু এমন বিরল পেঙ্গুইনের দেখা মেলে না সহজে৷
সম্প্রতি পোল্যান্ডের গডনস্ক শহরের একটি চিড়িয়াখানায় দেখা মিলেছে সাদা পেঙ্গুইনের৷ পেঙ্গুইনটির বয়স ৩ মাস৷
গত ১৪ ডিসেম্বর বেশ কয়েকটি অ্যাফ্রিকান ব্ল্যাক-ফুট পেঙ্গুইনের জন্ম হয়েছে ওই চিড়িয়াখানায়৷ তার মধ্যে আশ্চর্যজনকভাবে একটি ছিল অ্যালবিনো পেঙ্গুইন৷ তবে এতদিন এই সাদা পেঙ্গুইনের জন্ম নিয়ে চুপচাপ ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ কারণ আদৌ সেটি বাঁচবে কি না তা নিয়ে সংশয় ছিল তবে শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটেনি৷ ওই পেঙ্গুইনটির লিঙ্গ না জানা পর্যন্ত তার নামকরণ করতে পারেননি এখানকার কর্মীরা৷
সাদা পেঙ্গুইনের দেখভালের দায়িত্বে থাকা মিশাল তারগোওস্কি জানালেন, যতদূর জানি, এরকম প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই৷ এই বাচ্চাটির স্বাস্থ্য বেশ ভাল৷ এর বাবা-মাও শিশুটির ভাল যত্ন করে৷ পেঙ্গুইনটির রক্ষণাবেক্ষণের জন্য ৬টি প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনের সঙ্গে তাকে রাখা হয়েছে৷ তারমধ্যে দু’জন তারই বাবা-মা৷ ওই চিড়িয়াখানায় আরও ৭০টি পেঙ্গুইন আছে৷
আফ্রিকান ব্ল্যাক ফুটেড এই পেঙ্গুইন ২০১০ সাল থেকে বিরল প্রজাতির তালিকায় নাম তুলেছে৷ এই প্রজাতির পেঙ্গুইন তাদের বিশেষ ডাকের জন্য সুপার পেঙ্গুইন নামেও পরিচিত।
Leave a Reply