সংবাদ শিরোনাম :
বিদ্রোহীরা মঙ্গলবারের মধ্যে না সরলে ব্যবস্থাঃ ওবায়দুল কাদের

বিদ্রোহীরা মঙ্গলবারের মধ্যে না সরলে ব্যবস্থাঃ ওবায়দুল কাদের

বিদ্রোহীরা মঙ্গলবারের মধ্যে না সরলে ব্যবস্থাঃ ওবায়দুল কাদের
বিদ্রোহীরা মঙ্গলবারের মধ্যে না সরলে ব্যবস্থাঃ ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আগামীকাল মঙ্গলবারের মধ্যে সরে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে তদন্ত মোতাবেক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এতে আওয়ামী লীগের কোনো দ্বিমত থাকবে না।’

সোমবার সকালে নারায়ণগঞ্জে কাঁচপুর দ্বিতীয় সেতু ও সড়ক নির্মাণ কাজের পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহার করার এখন আর কোনো সুযোগ নেই, সেহেতু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন। আমরা আগামীকাল ১৮ ডিসেম্বর পর্যন্ত দেখব কতজন প্রত্যাহার করেন। সরে না দাঁড়ালে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগের ইতিহাসে এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক কম বলে তিনি দাবি করেন।

ড. কামাল হোসেন ও কাদের সিদ্দকী প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে ধানের শীষে ভোট চাইছেন, আবার নিজেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেও দাবি করছেন – এটা স্ববিরোধিতা ও হাস্যকর।’

বিএনপি-জামায়াতের নতুন করে বন্ধুত্ব সৃষ্টিকে ‘ছদ্মবেশী গণতন্ত্রী’ ও ‘ছদ্মবেশী মুক্তিযোদ্ধা’ বলেও আখ্যায়িত করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন। তিনি জানান, সেতুটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। মহাজোট আবারো ক্ষমতায় এলে আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই সেতুটি উদ্বোধন করবেন।

সেতুমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com