লোকালয় ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না, আওয়ামী লীগও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সোমবার কেরানীগঞ্জের ইস্পাহানি কলেজের নবনির্মিত ছয়টি ভবনের নামফলক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘গতকালের (রবিবার) বিএনপি‘র সমাবেশই প্রমাণ করে জেলায় জেলায় এবং বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির বাইরে জনসম্পৃক্ত কোনো কর্মসূচি দেওয়ার সাংগঠনিক যোগ্যতা তাদের নেই।
তিনি আরও বলেন, তারা (বিএনপি) নির্বাচনে আসবে ঠিকই, তবে পানি ঘোলা করে আসবে। তাদের কোনো দাবি পূরণ হবার নয়।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সংসদ বহাল রেখেই সংবিধান সম্মত পন্থায় সংবিধান অনুসরণ করেই আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সরকারের আকার কি হবে তা তিনিই নির্ধারণ করবেন। তবে সরকারের বাইরে থাকা বিএনপির সেই সরকারে থাকার কোনো সুযোগ নেই।
অনুষ্ঠান শেষে কামরুল ইসলাম রোহিতপুরে বিভিন্ন মার্কেটে জনসংযোগ করেন। এরপর রোহিতপুর বাজারে এক সমাবেশে বক্তব্য রাখেন।
Leave a Reply