লোকালয় নিউজ : বাবার লাশ বাড়িতে রেখে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে এসেছে অশ্রুসিক্ত শরিফা আক্তার। বৃহস্পতিবার সে ওই কেন্দ্রে পৌরনীতি পরীক্ষা দিচ্ছে।
সদর উপজেলার লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা বেগম চম্পা আবেগাপ্লুত হয়ে সকালে ঢাকাটাইমসকে জানান, বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি আমার ছাত্রীকে। সবাই ওর জন্য দোয়া করবেন।
শিক্ষিকা চম্পা জানান, শরিফা আক্তারের বাড়ি সদর উপজেলার শম্ভুগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে সাহেব কাচারি এলাকায়। তার পিতা ছিলেন বালুশ্রমিক।
বুধবার বিকাল ৫টার দিকে বাড়ির কাছে একটি ট্রাকে বালু বোঝাই করতে গিয়ে ট্রাকের পাল্লার ধাক্কা খান শরিফার বাবা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
শিক্ষক আমেনা বেগম চম্পা বলেন, সারারাত লাশের ময়নাতদন্ত এবং পুলিশি ঝামেলায় ওর পিতার লাশের জানাজা হয়নি। বৃহস্পতিবার দাপন করা হবে । আমি ওকে আমার বাসায় সকালে নিয়ে এসে হলে নিয়ে যাচ্ছি।
এ ঘটনায় শরিফার বাড়িতে এবং মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এক শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply