লোকালয় ডেস্কঃ বাহরাইনের রাজধানী মানামায় সিলিন্ডার বিস্ফোরণে চাঁদপুরের দুই যুবক নিহত হয়েছেন।
৯ অক্টোবর, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পরানপুর গ্রামের ফজলুল হকের ছেলে আবদুল হান্নান এবং হাজীগঞ্জের চাঁদপুর গ্রামের রশিদ বকুলের ছেলে মোহাম্মাদ জাকির হোসেন।
জানা গেছে, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা নিহত হয়েছেন। এতে তারা যেখানে বসবাস করতেন সেই ভবন ধসে গেছে।
জাকিরের বাবা রশিদ জানান, ওই ভবনের তৃতীয় তলায় জাকির তার বড় ভাই ও অন্যদের সাথে থাকতেন। তারাও বাংলাদেশ থেকেই কাজের জন্য সেখানে গিয়েছেন। তাদের ভেতর জুলহাস নামের একজন ছিলেন। ঘটনার সময় জুলহাস কেনাকাটার জন্য বাইরে ছিলেন। ওই সময় ভিন্ন ভিন্ন কক্ষে জাকির ও হান্নান ছিলেন। পরে মধ্যরাতে জুলহাস এই দুর্ঘটনার খবর পরিবারকে জানান।
হান্নানের ঘরে তিন সন্তান রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা ফজলুল হক জানান, হান্নানের কলেজপড়ুয়া ছেলে এবং ছোট দুটি সন্তান রয়েছে।
নিহতদের স্বজনরা তাদের লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply