বানিয়াচং ক্রিকেট ক্লাবের নয়া কমিটির অভিষেক ও পরামর্শ সভা অনুষ্ঠিত 

বানিয়াচং ক্রিকেট ক্লাবের নয়া কমিটির অভিষেক ও পরামর্শ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে ক্রিকেট ক্লাব (বিসিসি)’র নয়া কমিটির অভিষেক ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে রাতে গ্যানিংগঞ্জ বাজারস্থ সাবেক এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদ গণগ্রন্থাগারে ক্রিকেট ক্লাবের নবনির্বাচিত সভাপতি মনিরুল আলম ইকবাল হোসেন খান মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবলুর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হুসেন খান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামছুদ্দিন মাসুম, পুলিশ হেডকোয়ার্টারের এআইজি সাইদুল হাসান শামীম, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ প্রতিদিন’র সিনিয়র স্টাফ রিপোর্টার সাখাওয়াত কাওসার, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার মোঃ ফরহাদ হোসেন খান তিতু (পিএসসি), ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আশিকুল মোহিত খান, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক জামাল হোসেন, বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের প্রভাষক শংকর বিশ্বাস, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, বানিয়াচং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বার্ডেম ফার্মা লিমিটেডের হেড অফ সেলস্ সানম্যান ও ছায়েরা সিদ্দিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আক্কাস খান, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মাসুদ আলী খান নিলু, লন্ডনের এনভায়রনমেন্টাল কনসালটেন্ট আকরামুল হোসেন খান বাবলু, সাবেক ক্রিকেটার মোঃ আজমল আলী খান, আমেরিকা প্রবাসী সাবেক কৃতি খেলোয়াড় আশরাফ হোসেন খান সুমন, সাবেক ক্রীড়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুর রহমান, সাবেক কৃতি খেলোয়াড় আবু উমায়ের খান।
এছাড়াও বক্তব্য রাখেন বানিয়াচং ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি ডেন্টিস্ট শেখ তানভীর হোসাইন পলাশ, সাংগঠনিক সম্পাদক রুবেল খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোফাজ্জল হোসেন ফয়সল, তথ্য ও প্রচার সম্পাদক সৈয়দ সোহেল রানা, সদস্য কাউসার আহমেদ, মোঃ আবুল কাশেম, এনামুল হুসেন খান, প্রভাষক জাহির আলম শিপন, সাজাদুল হাসান প্রমুখ। সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাবেক ক্রিকেটাররা বানিয়াচংয়ের বর্তমান ক্রিকেট খেলোয়াড়দেরকে জাতীয় এবং আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসেবে গড়ে তোলার প্রয়াসে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বানিয়াচং ক্রিকেট ক্লাবের নয়া কমিটির প্রতি আহবান জানিয়ে এক্ষেত্রে সর্বপ্রকার সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com