বৃহস্পতিবার এফবিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশ-থাইল্যান্ড বিজনেস ডায়ালগে’ তিনি বলেন, “বাংলাদেশে রয়েছে ১৬০ মিলিয়ন জনগোষ্ঠীর বিশাল বাজার, সেই সাথে থাইল্যান্ড বাংলাদেশের প্রতিবেশী। শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সব উপকরণ এই দেশে রয়েছে।”
বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি ও মধ্যম আয়ের দেশভুক্ত হওয়ার কাছাকাছি আসায় প্রশংসা করে থাইল্যান্ডের এই মন্ত্রী বলেন, “বাংলাদেশকে আর উপেক্ষা করার সুযোগ নেই। থাইল্যান্ড বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎসহ অন্যান্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী, সেই সাথে বাংলাদেশ থেকে পণ্য আমদানি আরও বাড়াবে থাইল্যান্ড।”
এফবিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে থাইল্যান্ড বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় ৬ হাজার ৬২৪ কোটি টাকার পণ্য, অন্যদিকে থাইল্যান্ডে বাংলাদেশের রপ্তানি আয় ৪১১ কোটি টাকার কিছু বেশি।
বুধবার ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসেন থাই সংস্কার ও বিনিয়োগমন্ত্রী কোবসাক পুত্রাকুল।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পণ্য আমদানির জন্য গভীর সমুদ্রবন্দর স্থাপন এবং সড়ক তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম, থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিংপ্যান্ট ছায়াভিচিটসিল্প, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সুয়ান্নাপংসে, এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফসহ এফবিসিসিআই পরিচালক ও সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রধান ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply